বৃক্ষমেলায় জালালাবাদ কলেজে শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস
প্রকাশিত হয়েছে : ২:৫৫:১১,অপরাহ্ন ০৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ১৩৪ বার পঠিত
ইশরাক জাহান জেলী –
প্রকৃতির অপার সৌন্দর্যের মোহনীয়তায় শহরের বুকে মন মাতানো এক প্রতিকী অরণ্য “সিলেট বিভাগীয় বৃক্ষমেলা”। সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে ” শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিলেট বন বিভাগ আয়োজন করেছে বৃক্ষমেলা ২০১৯।
বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জনাব শাহাবুদ্দিন আহমদ এই মেলার উদ্বোধন করেন। জালালাবাদ কলেজ সিলেট একাদশ ও দ্বাদশ শ্রেণীর তুখোড় শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষমেলায়” ব্যবহারিক বৃক্ষ প্রদর্শনী ক্লাস “এর আয়োজন করে। ৩১জুলাই ২০১৯ সকাল ১০টায় দু’দিন ব্যাপি এই ব্যাবহারিক বৃক্ষ প্রদর্শনী ক্লাসের উদ্বোধন করেন জালালাবাদ কলেজ এর অধ্যক্ষ প্রফেসর এম এ বাকী চৌধুরী।
বৃক্ষ তোমার নাম কি,ফলে পরিচয়। প্রচলিত এ প্রবাদটির সাথে মিল রেখে ফল বা ফুল দিয়ে বৃক্ষের সাথে পরিচয় ও বর্তমান প্রজন্মের কাছে বৃক্ষের অপরিহার্যতা ও উপকারিতা তুলে ধরাই এই সৃজনশীল ক্লাস পরিকল্পনা।
চিরায়ত বাংলার দেশি-বিদেশি ফলদ,বনজ ও ঔষধি গাছ সহ নানা জাতের বৃক্ষ, গাছ -গাছালী সম্পর্কে জ্ঞান আহরণ, পাশাপাশি বন রক্ষা ও বৃক্ষরোপনে খুদে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
জালালাবাদ কলেজের জীব বিজ্ঞানের সিনিয়র প্রভাষক তাহমিনা পারভীন ব্যবহারিক বৃক্ষ প্রদর্শনী ক্লাসে নির্ধারিত বিষয়ে উদ্ভিদের শ্রেণী বিভাগ(বিরুৎ,গুল্ম,বৃক্ষ),উদ্ভিদের পাতার শ্রেণীবিভাগ,বীজপত্রের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগ,অর্নামেন্টাল প্লান্ট, পাতাবাহার সহ উদ্ভিদ বিজ্ঞানের নানা বিষয়ে সারগর্ব আলোচনা করেন।
“কৃষিশিক্ষা “বিষয়ের নানা শিক্ষনীয় দিক উপস্থাপন করেন জালালাবাদ কলেজের প্রভাষক তাহসিন সিদ্দীকা। বিভিন্ন জাতের কলম,ফলদ,বনজ,ও ঔষধি বৃক্ষ সনাক্তকরণ এবং এদের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা সহ বনসাই ট্রেনিং ও প্রুুনিং বিষয়ক তথ্যাদি তুলে ধরেন।
“ব্যবহারিক বৃক্ষ প্রদর্শনী ক্লাস” এ উপস্থিত ছিলেন জালালাবাদ কলেজ এর কো অর্ডিনেটর আব্দুশ শাকুর, সহকারী অধ্যাপক ছায়েম আহমদ চৌধুরী, পদার্থ বিজ্ঞানের প্রভাষক মোঃ মাহমুদুল হাসান বান্না, প্রভাষক কানিজ ফাতেমা চৌধুরী, প্রভাষক তাজুল ইসলাম, প্রভাষক হুমায়ুন রশিদ, প্রভাষক সাইফুর রহমান ও প্রভাষক তাজ উদ্দীন।
কলেজ ক্যাম্পাসের বাইরে বৃক্ষমেলায় শৈল্পিক পাঠ নির্দেশনা, সবুজের মেলায় প্রানোচঞ্চল সাদা নীল প্রজাপতিদের মাঝে নব উদ্দীপনা সৃষ্টি করে। প্রকৃতি ও পরিবেশের কাছে আসার এই প্রচেষ্টা পুঁথিগত শিক্ষার বাইরে নিজ নিজ বিষয়ে বাস্তবধর্মী আনন্দঘন এক পরিপূরক শিক্ষা লাভ করে জালালাবাদ কলেজের শিক্ষার্থীরা।