ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গেছেন
প্রকাশিত হয়েছে : ১:২৯:৩৯,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ১৬৫ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আর নেই। মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, মৃত্যুর ঘণ্টাখানেক আগে সুষমা স্বরাজকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
তবে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ২০১৬ সালে তার কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকারের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।
আশঙ্কাজনক অবস্থায় তাকে জরুরি বিভাগে রাখা হয়েছিল। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। এইমসে তাকে দেখতে যান বিজেপি নেতা হর্ষবর্ধন এবং নিতিন গডকরী।
ভারতীয় রাজনীতির এক প্রবাদপ্রতিম সুষমা। সবচেয়ে প্রভাবশালী মহিলা রাজনীতিবিদদের মধ্যে সবার উপরের সারিতে উচ্চারিত হয় তার নাম। দীর্ঘদিন জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত।
অটল বিহারী বাজপেয়ী এবং মোদি সরকারের মন্ত্রিসভায় একাধিক মন্ত্রীত্বও সামলেছেন। বাজপেয়ী মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হয়েছিলেন সুষমা, সামলেছেন স্বাস্থ্যমন্ত্রণালয়। বাজপেয়ী পরবর্তী যুগে বিজেপির অন্যতম প্রধান মুখ হিসেবে নিজেকে তুলে ধরেন তিনি। মোদি জমানায় তিনি দায়িত্ব পান পররাষ্ট্র মন্ত্রণালয়ের।