হিংসা ও ষড়যন্ত্রের কারণে বেগম জিয়া মুক্তি হচ্ছে না: লুনা
প্রকাশিত হয়েছে : ৫:৪২:৩৭,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৬৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা বলেছেন, দেড় বছরের অধিক সময় ধরে খালেদা জিয়া কারাগারে বন্দী আছেন। বয়স বিবেচনায় তাকে কারাগার থেকে মুক্তি দেয়া সম্ভব হলেও হিংসা ও ষড়যন্ত্রের কারনে তিনি মুক্তি পাচ্ছেন না।
দেশে ন্যায় বিচার অনুপস্থিত উল্লেখ করে সবাইকে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির আহবান জানান লুনা।
মঙ্গলবার বিকেলে সিলেট রেজিস্ট্রারি মাঠে বিএনপর বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখতে এসব কথা বলেন লুনা।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে বিএনপি।
প্রধান অতিথি হিসেবে সমাবেশ মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।