ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র এজিএম সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৪:৪৪:১৯,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৯ | সংবাদটি ২৪৬ বার পঠিত
ছাতক প্রতিনিধি :
ছাতক ইসলামিক সোসাইটি ইউকে এর বার্ষিক সাধারণ সভা ২৪ শে নভেম্বর ২০১৯ ইং পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোসাইটি সভাপতি লোকমান আহমদ।
সোসাইটি সেক্রেটারী এনামুল হক শাহীন এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত আলেমে দ্বীন ইস্ট লন্ডন মসজিদে খতিব হাফেজ মাওলানা আবুল হুসাইন খান।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বৃটেনের রাজনৈতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব আজমল মাসরুর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাউন্সিলর শহিদ আলী, কাউন্সিলর ফারুক আহমেদ, কাউন্সিলর আবদাল উল্লাহ।
এক্সিকিউটিভ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সালেহ আহমদ, মনির উদ্দীন, আবদুল্লা আল মাহমুদ, আতিকুর রহমান মাসুম, মুহিব আহমেদ, সারওয়ার হোসেন সুজন, সালাহ উদ্দিন ও বাংলাদেশ পুলিশের সাবেক ওসি আহবাব মিয়া, কোরআন তেলাওয়াত করেন মতিউর রহমান।
সোসাইটির বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা করেন প্রজেক্ট ম্যানেজার এমদাদুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটি সদস্য শাহনূর আলী, সাইয়েদ লিলু, মুসলিম খান, দিলোয়ার হোসেন, শামিমুল হক, সাইফুর রহমান পারভেজ, এমদাদুর রহমান, মোঃ শফিক ইসলাম, সেলিম আহমদ, মতিউর রহমান, আবুল কালাম, আব্দুল মালিক চৌধুরী প্রমুখ।