এবার আওয়ামীলীগের পোস্টারে ঢেকে গেলো দৃষ্টিনন্দন নাগরি চত্ত্বর
প্রকাশিত হয়েছে : ৩:৩২:০৯,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ১৬৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
দীর্ঘ আট বছর পর আগামী ৫ ডিসেম্বর সিলেট আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সিলেটে সাজ সাজ রব সৃষ্টি হয়েছে।
বর্ণিল সাজে সেজেছে পুন্যভূমি সিলেট। সম্মেলনকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আওয়ামী লীগ।
বিলবোর্ড-ব্যানার আর তোরণের পুরো নগরী ছেয়ে গেছে। বিভাগীয় নগরী সিলেট পরিণত হয়েছে উৎসবের নগরে।
কিন্তু সম্মেলন উপলক্ষে নিজ গ্রুপের নেতাদের বাড়তি নজর কাড়তে গিয়ে ঢেকে দেয়া হলো সিলেটের ঐতিহ্যের স্মারক স্তম্ভ নাগরী চত্ত্বর। ব্যানার ফেষ্টুন, আর প্লে কার্ডে ঢেকে গেছে নাগরি চত্ত্বরটি। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে জনমনে।
এর আগেও রবীন্দ্র স্মরণোৎসবের সময় এভাবে পোষ্টারে ঢেকে দেয়া হয়েছিলো নাগরি চত্ত্বরের স্তম্ভটি। এতে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠে। প্রতিবাদের মুখে পোষ্টার অপসারণ করা হয়।
এবারো একই কান্ড ঘটলো আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে ব্যানার সাঁটিয়ে দেয়া হয়েছে নাগরি চত্ত্বরে।
এই কান্ডে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে।
এধরণের ন্যাক্কারজনক কাজের তিব্র নিন্দা জানিয়ে নাগরি গবেষক মোস্তফা সেলিম বলেন, বারবার একই কান্ড ঘটছে। এটা মেনে নেয়া যায় না।
তিনি অবিলম্বে নাগরি চত্ত্বরটি পরিস্কার পরিচন্ন করতে সিটি করপোরেশনের প্রতি আহবান জানান।
তিনি বলেন, এই স্তম্ভটি চিরকাল তার রুপ নিয়েই থাকবে। এর গায়ে যে পোস্টার সাটাবে, একে যে অবহেলা করবে; তার প্রতি আমাদের চির অভিসম্পাত।