টেস্টে বেশি আগ্রহ সিলেটের সন্তান এবাদতের
প্রকাশিত হয়েছে : ১:৫০:০২,অপরাহ্ন ১৪ অক্টোবর ২০১৯ | সংবাদটি ২৯৬ বার পঠিত
এখন সিলেট স্পোর্টস ডেস্কঃ
সাদা পোশাকে এখনো পেসার সংকটে বাংলাদেশ। টেস্ট আসলেই ভেসে উঠে পেসারদের বিবর্ণ চিত্র। জাতীয় দল বা ‘এ’ দলের টেস্ট সিরিজ হলেই পেসারদের দুর্বলতা সামনে আছে। ম্যাচের নিয়ন্ত্রণে থেকে যান বাংলাদেশের স্পিনাররা।
শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে ‘এ’ দল। লঙ্কায় সিরিজ জয়েও অবদান স্পিনারদের। পেসাররা তেমন সুবিদা করতে পারেননি। তবুও বাংলাদেশের পেসাররা স্বপ্ন দেখছেন, একদিন দিন ফিরবে। তাদের ভালো দিন আসবে।
তরুণ পেসার এবাদত হোসেন চৌধুরীর নজর তাই টেস্টের প্রতি। তিনি আরো বেশি মনোযোগী হতে চান টেস্টের প্রতি। দেশে ফেরার পর সাংবাদিকদের তিনি জানান, টেস্ট ক্রিকেটের প্রতি তার আগ্রহ রয়েছে বেশি। টেস্টের প্রতি দৃ্ষ্টি দিতে চান। আপাতত ভাবনা এনসিএল নিয়ে। এখানে ভালো করে ভারতের বিপক্ষে টেস্টের দলে যেতে যান তিনি।
তিনি বলেন, ‘আসলে টেস্টেই ফোকাস আমার। চার দিনের ম্যাচের আগে আমরা ওখানে যাওয়ার পরে লাল বলেই কাজ করেছি চাম্পকার সঙ্গে। আসলে একটি প্ল্যান দিয়েছিল ধারাবাহিকতা বাড়ানোর জন্য। সেটা নিয়ে কাজ করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা।
আমরা এই টেস্টে আসলে বেশ ভালো বোলিং করেছি। ভারত সফরের আগে আমাদের কিছুদিন পরে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। এখন এনসিএল আছে। এনসিএলে ফোকাসটা থাকবে। এনসিএলে যদি ভালো করি তাহলে দেখা যাবে।’