ওয়াল্টন বিশ্ববাজারে বড় ব্যান্ডে প্রতিষ্ঠিত হবে- জগন্নাথপুরে চিত্র নায়ক সায়মন সাদিক
প্রকাশিত হয়েছে : ১:১০:৪১,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৫৬ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর ওয়ালটন গ্রুপের মেগা শো-রুম পপুলার ইলেকট্রনিক্সের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর শনিবার জগন্নাথপুর আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে দুপুর ২ ঘটিকার সময় জগন্নাথপুর ওয়ালটন গ্রুপের পরিচালক জুলফিকার আহমদ মনির এর সভাপতিত্বে ও মোঃ জামাল উদ্দিন বেলালের পরিচালনয়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, প্রধান আলোচক, বাংলাদেশ চলিচিত্র জগতের প্রিয় মুখ নায়ক সায়মন আহমদ সাদিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের কার্য- নির্বাহী সদস্য মোঃ আকমল খাঁন, জগন্নাথপুর বাজার বনিক সভাপতি প্রবীন রাজনীতিবিদ আফছর উদ্দিন ভূঁইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, ওয়ালট গ্রুপের সুনামগঞ্জ এরিয়া ম্যানেজার মোঃ ফারুক হোসেন, সৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, ওয়ালটন সার্ভিস সেন্টার সিলেটের প্রধান রিয়াজ হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, ক্রীড়াবীদ তরুন ছাত্র নেতা আকমল হোসেন ভূইয়া, জগন্নাথপুর ওয়াটন গ্রুপের ম্যানেজার আ.হ.ম ওয়ালী উল্লাহ, সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন, ক্বারী আব্দুল ওয়াদুদ।
এ সময় জগন্নাথপুর ওলাটন গ্রুপের উদ্যোগে একটি র্যালী বের হয়ে জগন্নাথপুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জগন্নাথপুর আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
ওয়ালটন এসি কিনে অনলাইনে মাধ্যমে বিজয়ী ও ১২ বছর বিদ্যুৎ বিল ফ্রি ১ লক্ষ টাকার পুরুষ্কার ডাঃ মধু সুধন ধরের হাতে তুলেদেন বাংলাদেশ চলচ্চিত্র জগতের প্রিয় মুখ নায়ক সায়ম আহমদ সাদিকসহ অতিথিবৃন্দ। সভার শেষে গরীব ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন জগন্নাথপুরের প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।