গ্যালারিয়া শপিং কমপ্লেক্সে ভিভোর ব্রান্ড শো- রুমের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৩:৩৯:৩৩,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৫৭ বার পঠিত
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্যালারিয়া শপিং কমপ্লেক্সে দেশের প্রতিষ্ঠিত চীনা স্মার্টফোন ভিভোর ব্রান্ড শো- রুম উদ্বোধন করা হয়েছে। ১১ ডিসেম্বর মার্কেটের নীচ তলায় এ শপের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভিভোর ডিভিশন টার্মিনাল ম্যানেজার লরি চেং, প্রধান হিসাব রক্ষক হেনরি, সেলস্ ম্যানেজার সাব্বির আহমদ, মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী জুনেদুল ইসলাম, মার্কেট কমিটির সাধারণ সম্পাদক সাইফ আহমদ, ভিভো ডিষ্ট্রিবিউটর আদনান আহমদ সেলস এক্সিকিউটিভ নিপুন, শো- রুমের প্রতিষ্ঠাতা জাবের শাহ ও শাহ শুভ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ে সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন গ্যালারিয়া শপিং কমপ্লেক্স মসজিদের ইমাম মঞ্জুর আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তিঃ