আম্বরখানায় মধ্যরাতে বেপরোয়া ট্রাক পিষে ফেললো ২ ছাত্রলীগ নেতাকে
প্রকাশিত হয়েছে : ৩:৪৬:১৩,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ২২১৯০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
রাত তখন ১টা পেরিয়ে। আম্বরখানা সড়কে সুনসান নিরবতার মাঝেও দানবের আকৃতিতে ছুটে চলা সম্পূর্ণ অবৈধভাবে বেপরোয়া ট্রাক পিষে ফেললো ২ ছাত্রলীগ নেতাকে।
গুরুতর আহত দু’জন হলো- ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সিলেট সরকারি কলেজের ছাত্র, আকাশ ঘোষ (২২) ও সিলেট মদন মোহন কলেজের ছাত্রলীগ নেতা আরিয়ান খান তালহা (১৯)।
ভাগ্যক্রমে হয়তো তারা আপাততঃ বেঁচে গেলেও চিরতরে পঙ্গু হয়ে গেছেন ওরা ২ জন। তার মধ্যে আকাশ ঘোষের অবস্থা আশংকাজনক।
জনবহুল আম্বরখানায় ট্রাফিক পুলিশকে বখরা দিয়ে দীর্ঘদিন থেকে দিনরাত ট্রাকের নৈরাজ্য চলছে।
গত ১ বছরে বার বার ট্রাক চাপায় নিহতের ঘটনা ঘটেছে। আহত ও পঙ্গু হয়েছেন অনেকেই। রাতে দুর্ঘটনার পর ট্রাক চালক পালানোর চেষ্টা করলে সাধারণ জনতা আটক করে এবং পুলিশ এসে ড্রাইভারকে আটক করে নিয়ে যায়। বর্তমানে ঘাতক ট্রাক ড্রাইভার এয়ারপোর্ট থানা হেফাজতে আছে।
গুরুত্বর আহত দুই মোটরসাইকেল আরোহী ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।