সিলেটে হঠাৎ বৃষ্টিঃ মাঠে ম্যাচ গড়াবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে
প্রকাশিত হয়েছে : ৮:২৫:৫৯,অপরাহ্ন ০৬ মার্চ ২০২০ | সংবাদটি ২৩১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটে টানা ৪৫ মিনিট অঝোর ধারায় ঝড়ার পর থেমেছে বৃষ্টি। ফলে মাঠ থেকে পর্দা সরিয়ে নেয়া হয়েছে। আর উঁকি দিয়েছে অধিনায়ক মাশরাফির নেতৃত্বে শেষ ম্যাচটি।
শুক্রবার (৬ মার্চ) সকাল থেকেই সিলেটের আকাশে মেঘেদের আনাগোনা ছিল। আবহাওয়ার পূর্বাভাস বলছিল সন্ধ্যা নাগাদ এক পশলা বৃষ্টি দেখেতে পারে নগরবাসী। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মিথ্যে প্রমান করে বিকেলেই অঝর ধারায় ঝরল বৃষ্টি।
তাতেই বন্ধ হয়ে যায় জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়ানো এই ম্যাচের ৩৩তম ওভারে বৃষ্টি হানা দেয়।
এর আগে টস হেরে ব্যাটিংয় নামা বাংলাদেশ দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের ১৮২ রানের অনবদ্য জুটি গড়ে। ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেটের ওপেনিং জুটিতে এটি্ই সর্বোচ্চ।
এই দুই ওপেনারের আগে ১৭০ রানে সর্বোচ্চ রানের জুটিটি একচ্ছত্র দখলে রেখেছিলেন মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেন বিদ্যুত।