নগরীর নাইওরপুলে দুর্ধর্ষ ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট
প্রকাশিত হয়েছে : ২:৩২:১৯,অপরাহ্ন ১১ এপ্রিল ২০২০ | সংবাদটি ৭৫৫৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট নগরীর নাইওরপুলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
শনিবার (১১এপ্রিল) ফজরের নামাজের পরপরই সিলেট শহরের নাইওরপুলে ৩৫, ইসমাইল মঞ্জিল এ ঘটনা ঘটে।
এই বাসা সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম বাবু ধনের ছেলে বিশিষ্ট শিল্পপতি কয়ছর আহমদের বাসা বলে জানা গেছে।
ফজরের নামাজের পর পরই ডাকাতদের এই সংঘবদ্ধ দল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
বাসার মালিক মিসেস কয়ছর আহমদের সাথে কথা বলে জানা যায়, সারা রাত স্বামী স্ত্রী টিভিতে নিউজ দেখে ফজরের নামাজ আদায় শেষে ঘুমানোর পর ডাকাত দল আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। তাঁরা ঘুম থেকে উঠে দেখেন আলমারি খোলা এবং কাপড় এলোমেলো অবস্থায় মেঝেতে ফেলে রাখা। পাশাপাশি ঘরের প্রতিটি দরজার সামনে একটা করে বটি রাখা।
এ ব্যপারে এসএমপির কোতোয়ালী থানায় জিডি করার প্রস্তুতি চলছে বলে জানান তাদেরই আত্মীয় এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী।