বলে লালার ব্যবহার বন্ধ করছে আইসিসি
প্রকাশিত হয়েছে : ১:০৫:১৬,অপরাহ্ন ১৯ মে ২০২০ | সংবাদটি ৯৩ বার পঠিত
এখন সিলেট ডেস্কঃ
বলের শাইন বাড়াতে লালার ব্যবহার আর টেস্টে নিরপেক্ষ আম্পায়ার দেয়ার বিধান আপাতত স্থগিত করার জন্য আইসিসির কাছে সুপারিশ করেছে সংস্থাটির মেডিকেল কমিটি। আইসিসির ক্রিকেট কমিটির সদস্যরা ভিডিও কনফারেন্সে অংশ নেয়। যে সভায় ছিলেন আইসিসির মেডিকেল কমিটির প্রধান ডাক্তার পিটার হারকোর্ট ।
করোনা ভাইরাসের প্রাদুর্ভারের পর ক্রিকেট ফিরলে সতর্কতা হিসেবে সভাতে বলে লালার ব্যবহার না করার সুপারিশ করা হয়। সেই সাথে টেস্টে নিরপেক্ষ আম্পায়ার ব্যবহারের যে আইন আছে সেটিও বিবেচনার পরামর্শ দেয়া হয়েছে।
এত দিন টেস্ট ম্যাচ পরিচালনা করতেন নিরপেক্ষ আম্পায়াররা। ওয়ানডে ম্যাচে স্বাগতিক দেশ থেকে থাকতেন একজন ফিল্ড আম্পায়ার। টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করতেন স্থানীয় দুই আম্পায়ার। করোনা-তাণ্ডবে আন্তর্জাতিক বিমান চলাচল তথা যোগাযোগব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে। ফলে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে স্থানীয় আম্পায়ারদের সব ফরম্যাটেই ম্যাচ পরিচালনার প্রস্তাব দিয়েছে ক্রিকেট কমিটি। ডিজিটাল এই সভায় সর্বসম্মতি ক্রমে কোভিড ১৯ এর সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে এই সিদ্ধান্ত দুটি নেয়া প্রয়োজন বলে মনে করেন আইসিসি কর্মকর্তারা।