করোনা প্রতিরোধে কুয়েত-পাকিস্তান স্বাস্থ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর
প্রকাশিত হয়েছে : ৮:১১:৪২,অপরাহ্ন ০৫ জুলাই ২০২০ | সংবাদটি ১৩১ বার পঠিত
মোঃ বিলাল উদ্দিন, কুয়েত থেকেঃ
মরণব্যাধি করোনা ভাইরাস মোকাবিলায় ও প্রতিরোধে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েত গত শনিবার ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
কুয়েত স্বাস্থ্য মন্ত্রনালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের পরিচালক ডঃ রেহাব আল ওয়াতিয়ান কুয়েত নিউজ এজেন্সি (কুনাকে) এক সাক্ষাৎ কারে জানিয়েছেন। পাকিস্তান থেকে ডাক্তার, নার্স,করোনা মোকাবেলায় অভিজ্ঞ মেডিকেল টিম প্রেরণে এ চুক্তি স্বাক্ষর হয়েছে।
কুয়েত স্বাস্থ্য মন্ত্রনালয়ের সদর দপ্তরে এ চুক্তি স্বাক্ষর কালে কুয়েতস্হ পাকিস্তান দূতাবাসের রাষ্ট্র দূত সৈয়দ সজ্জাদ হায়দার ও কুয়েত স্বাস্থ্য মন্ত্রনালয়ের উপ সচিব ডঃ মস্তফা বেদা উপস্থিত ছিলেন।
শীঘ্রই পাকিস্তান থেকে এ মেডিকেল টিম কুয়েত পৌঁছবে বলে দুদেশের প্রতিনিধিরা জানিয়েছেন।
53 - 53Shares