করোনামুক্ত হলেন চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র
প্রকাশিত হয়েছে : ৭:২৫:৪০,অপরাহ্ন ০৭ জুলাই ২০২০ | সংবাদটি ১৪৯ বার পঠিত
এখন সিলেট ডেস্কঃ
দেশের বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র। আশিতে পা দেওয়া খ্যাতিমান এই অভিনেতা করোনা আক্রান্ত হয়ে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে ভর্তি ছিলেন।
তবে আশার কথা হচ্ছে, করোনা থেকে সেরে উঠেছেন বাংলা চলচ্চিত্রের অসামান্য এই অভিনেতা। বর্তমানে তিনি করোনামুক্ত।
আজ (৭ জুলাই) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন প্রবীর মিত্র।
হেলথ এন্ড হোপ হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. লেলিন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।