আজ থেকে কড়া নিয়মের মধ্যে খুলছে সিলেটের হোটেল রেস্তোরাঁ
প্রকাশিত হয়েছে : ৪:১১:০৬,অপরাহ্ন ১৪ জুলাই ২০২০ | সংবাদটি ২৪৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলছে সিলেটের সব হোটেল-রেস্টুরেন্ট।
মঙ্গলবার (১৪ জুলাই) থেকে স্বাস্থ্যবিধি মেনে হোটেল- রেস্টুরেন্ট খোলা রাখতে সম্মতি জানিয়েছেন জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।
জীবন ও জীবিকার মধ্যে সামঞ্জস্য আনার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত সিলেটের হোটেল, রেস্টুরেন্ট মালিকদের ক্ষতির দিক বিবেচনা করে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতাদের সাথে আলাপের প্রেক্ষিতে জেলা প্রশাসক এই সম্মতি প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব।
এদিকে হোটেল-রেস্টুরেন্ট খুলতে সম্মতি দিলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে- চলমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রেস্টুরেন্টে যাওয়া-আসা করতে হবে।
সকল হোটেল ও রেস্টুরেন্টের সামনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
খাবার সংগ্রহের সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হবে।
রেস্টুরেন্ট বা খাবারের দোকানে কোন প্রকার আড্ডা চলবে না।
খাবার তৈরী থেকে বিক্রি পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে।
এর আগে করোনা পরিস্থিতি মোকাবেলায় গত ১১ এপ্রিল সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলাম।
কিছুদিন পর দফায় দফায় সীমিত আকারে দোকান-পাট, শপিংমল ও গণপরিবহন খুলে দিলেও বন্ধ ছিলো সিলেটের সবকটি হোটেল- রেস্তোরাঁ। তবে জেলা প্রশাসকের সম্মতির মাধ্যমে অবশেষে আজ মঙ্গলবার থেকে খুলছে সিলেটের হোটেল-রেস্তোরাঁ।