ইউরোপের স্বপ্ন সড়কেই বিলীন, লাশ হয়ে ফিরলেন ছাতকের মিজান
প্রকাশিত হয়েছে : ৫:০১:১৬,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ১৩০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক
ইউরোপের চোখ ধাঁধানো জীবনের স্বপ্নে বিভোর হয়ে দালালদের খপ্পরে পড়ে অবশেষে লাশ হয়ে দেশে ফিরেছেন ছাতকের মিজানুর রহমান (৩০)। সে উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের আসিদ আলীর ছেলে।
রবিবার (০৬- সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রীস থেকে তার লাশ এসে দেশে পৌছেছে।
জানা যায়, গত (০৫-আগস্ট) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান উন্নত জীবনযাপনের লক্ষ্যে আরব আমিরাত থেকে তুরস্ক হয়ে অবৈধভাবে গ্রীস যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান। পরবর্তীতে ১৬-আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিজানের এক বন্ধুর স্ট্যাটাসের মাধ্যমে তার মৃত্যুর খবর পায় পরিবারের সদস্যরা।
প্রায় তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান মিজানুর রহমান। সেখান থেকে রুহুল আমিন নামের এক দালালের প্ররোচনায় ইউরোপের স্বপ্নে বিভোর হয়ে যাত্রা শুরু করেন গ্রীসের উদ্দেশ্যে। লক্ষ্যে পৌছানোর আগেই স্বপ্ন ভঙ্গ হয় তার। সড়ক দূর্ঘটনার কবলে পড়ে উত্তর গ্রীসের আলেসান্দ্রোপলিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মারা যাওয়ার প্রায় এক মাস পর স্থানীয় প্রবাসী কমিউনিটি ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় রোববার দেশে ফিরেছে তার লাশ। কফিনে বন্দী মিজানকে দেখে পুরো এলাকায় চলছে শোকের মাতম। শোকে কাতর হয়ে বারবার মূর্চা যাচ্ছেন নিহত মিজানের মা। ৫-আগস্ট মারা গেলেও আজকেই তিনি শুনছেন তার ছেলে আর জীবিত নেই।
রবিবার রাত ৮:৩০ মিনিটে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মিজানুর রহমানকে দাফন করা হয়েছে বলে জানা গেছে।