কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন অব পর্তুগাল’র” কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ৬:০০:৫৪,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ১২০ বার পঠিত
প্রবাসীদের অধিকার বাস্তবায়ন ও সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানোর লক্ষ্যে ও পর্তুগালে অবস্থানরত প্রবাসীদের অবদান রাখার জন্য “কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন অব পর্তুগাল” নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
আরশাদ সুমনকে সভাপতি ও হোসেইন আহমেদ তপুকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
পর্তুগালে অবস্থানরত কুলাউড়া উপজেলার প্রবাসীদের নিয়ে এ সংগঠনটির যাত্রা শুরু হয়।
গত ০৬ সেপ্টেম্বর রোববার ১ বছর মেয়াদী এ কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।
প্রতিষ্ঠাতা আহব্বায়ক শফিকুজ্জামান চৌধুরী রিপন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব কাহের উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভা শেষে সংগঠনের আহব্বায়ক ৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।
উক্ত কার্যকরী কমিটিতে যাদের ঠাই হয়েছে তারা হলেনঃ সভাপতি- আরশাদ সুমন সিনিয়র সহ-সভাপতি, মাছুম আলম সুমন সহ-সভাপতি, সিরাজুল ইসলাম সিরাজ, সাধারন সম্পাদক- হোসেইন আহমেদ তপু, যুগ্ম সাধারন সাম্পাদক- বদরুল হোসেন রতন, সহ সাধারন সম্পাদক- সৈয়দ তানভীর মোজাম্মেল শোভন সাংগঠনিক সম্পাদক-মো:জইন উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে নোমান হোসাইন।
উক্ত কমিটি ঘোষনার পর কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আলহাজ্ব আব্দুল আহবাব চৌধুরী শাহাজান, স্পেন প্রবাসী কুলাউড়া আলমপুর নিবাসী রেনু হুসাইন রেনু এবং পর্তুগাল প্রবাসী বড়লেখা নিবাসী জামাল এর মৃত্যুতে দোয়া করা হয়। বিজ্ঞপ্তিঃ