কাতারে ‘বাংলাদেশ প্রবাসী কল্যাণ এসোসিয়েশনের আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ২:০৭:১৫,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০২০ | সংবাদটি ২১২ বার পঠিত
কাতার প্রতিনিধিঃ
কাতারে প্রবাসীদের সুখ দুঃখে পাশে থাকার অঙ্গিকার নিয়ে প্রবাসীদের সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ এসোসিয়েশন কাতার আত্মপ্রকাশ করেছে।
শুক্রবার রাজধানী দোহার সারে আসমাক ষ্কাই নামক রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ সংঘটনের আত্নপ্রকাশ হয়।
শেখ আক্তারকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও আব্দুল বাছিরকে সাংগঠনিক সম্পাদক করে ১৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ সাইকুল ইসলাম।
সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুবিনুল ইসলাম, সহসভাপতি তৌহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও কবির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম ও আল আমিন সহ আরও অনেকে।
করোনাকালীন সময়ে কাতার প্রবাসী সহ যে সমস্ত প্রবাসীরা দেশে গিয়ে আটকা পড়ে আছেন, তাদেরকে নিজ কর্মস্থানে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনটির নেতারা।