ব্রাজিলে সন্ত্রাসীদের গুলিতে বড়লেখার যুবক খুন (ভিডিও)
প্রকাশিত হয়েছে : ৬:২২:৪০,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০২০ | সংবাদটি ৪৯৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাজিলে সন্ত্রাসীদের হাতে এক বাংলাদেশি যুবক খুন হয়েছেন। গত ১৬ অক্টোবর শুক্রবার রাত ৮ টার সময় ব্রাজিলের সাও পাওলো শহরে নিজ গাড়ীতে খুন হয়েছেন।
নিহত যুবকের নাম মুত্তাকিন আহমদ রায়হান (৩০)। পেশায় তিনি একজন উবার চালক। মুত্তাকিন মাত্র তিন বছর আগে ব্রাজিলে পাড়ি জমান।
নিহত প্রবাসী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পুর্ব শাহবাজপুর ইউনিয়নের চরগ্রামের বাসিন্দা সিরাজ উদ্দিনের ছেলে।
পারবারিক সূত্রে জানা যায়, ওই দিন স্থানীয় সন্ধ্যায় বাসা থেকে গাড়ী নিয়ে বের হওয়ার পরে আর ফেরেননি মুত্তাকিন।
এদিকে মুত্তাকিন হত্যার দৃশ্য সেখানকার একটি সিসি ক্যামেরায় ধরা পড়ে এবং ভিডিওটি ফেসবুকে মতো মুহুর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিও ফুটেজে দেখা যায়, মুত্তাকিন তার সাদা রঙের টেক্সি রাস্তার পাশে দাঁড় করান।
এরপর ওই গাড়ি থেকে এক তরুণী নেমে আসেন। হঠাৎ তিন সন্ত্রাসী পেছন দিয়ে ওই গাড়ির কাছে যায়। কিছুক্ষণ তাদেরকে ধস্তাধস্তি করতে দেখা যায়, একপর্যায়ে গাড়িতে থাকা মুত্তাকিনকে গুলি করে তারা দৌঁড়ে পালিয়ে যায়।
তবে কী কারণে মুত্তাকিন খুন হয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। স্থানীয় প্রবাসী সূত্রে জানা গেছে, গাড়ি ও টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা মুত্তাকিনকে গুলি করে হত্যা করেছে।
এ ব্যাপারে মুত্তাকিনের ভাই জাকারিয়া মুঠোফোনে এখন সিলেটকে বলেন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমরা মনে করছি, যা সিসিটিভির ফুটেজ দেখলে যে কেউ অনুমান করতে সক্ষম হবেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং রক্তাক্ত লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে প্রেরণ করে। হত্যা রহস্য উদঘাটনের জন্য তদন্তে পুলিশ কাজ করছে।
এদিকে মুত্তাকিনের মৃত্যুতে ব্রাজিলে বসবাসরত প্রবাসীদের মাঝে আতঙ্ক ও তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমেছে।