মাধবপুরে ট্রাক্টর চাপায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত
প্রকাশিত হয়েছে : ৯:২১:৫১,অপরাহ্ন ২০ অক্টোবর ২০২০ | সংবাদটি ১৬১ বার পঠিত
হবিগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মিরনগর নামক স্থানে ট্রাক্টর ও মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষে ৩ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (২০ সেক্টেম্বর) রাত ৮ টায় এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, জগদীশপুর থেকে মাধবপুরগামী একটি মোটর সাইকেল মীরনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ ঘটলে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায় । এতে ঘটনাস্থলেই মাধবপুর উপজেলার শাহপুর এলাকার আঃ রশিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (২৫), ফরিদ গাজীর ছেলে জাহাঙ্গীর মিয়া (২৬), সুরু মিয়ার ছেলে আব্দুল মান্নান (২৭) নিহত হন।।
মাধবপুর থানার ওসি মোঃ ইকবাল হোসেন তিনজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
13 - 13Shares