অস্ট্রিয়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ৭, মেয়রসহ আহত ১৫
প্রকাশিত হয়েছে : ১২:৫৬:০২,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০২০ | সংবাদটি ১৩৮ বার পঠিত
এখন সিলেট ডেস্কঃ
ইউরোপীয় রাষ্ট্র অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ছয়টি পৃথক স্থানে সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসীদের বেপরোয়া হামলায় দুই অস্ট্রীয়ান নাগরিকের প্রাণহানীর তথ্য জানা গেছে। ঘটনার এক পর্যায়ে পুলিশের সঙ্গে গুলি বিনিময়কালে হামলাকারী দলের সকল সদস্য নিহত হয়।
এ ঘটনায় মোট ৭ ব্যক্তি নিহত এবং ভিয়েনার মেয়র মাইকেল লুডউইকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা আল জাজিরা।
মেয়র মাইকেল লুডউইক ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকে দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে এসকল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থাটি। স্থানীয় সময় সোমবার রাতে রাজধানী ভিয়েনার কেন্দ্রীয় সিনাগগের কাছে ওই হামলার ঘটনা ঘটে।
অস্ট্রীয়ান পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, রাইফেলধারী সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে রাজধানী ভিয়েনার ছয়টি স্থানে হামলা চালায়। সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে একব্যক্তি নিহত হন।
এ সময় গুলিবিদ্ধ হয়ে এক নারী গুরুতর আহত হওয়ার কিছুক্ষণ পরেই মারা যান। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপরও চড়াও হয় হামলাকারীরা। বাধ্য হয়ে অস্ত্রের ভাষায় পাল্টা জবাব দেয় পুলিশ, যাতে দলটির সকল সদস্য নিহত হয়।
এ ঘটনাকে বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে অস্ট্রীয়ান চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্য জানান, হামলা পরিচালনাকারী বন্দুকধারীরা পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ এই হামলার সঙ্গে সম্পৃক্ত আরও একজন হামলাকারীকে খুঁজে বের করতে বিভিন্ন স্থানে জোরদার অভিযান চালাচ্ছে অস্ট্রীয়ান পুলিশ।
এই গোলাগুলির ঘটনায় ১৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৬ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। তবে শঙ্কামুক্ত রয়েছেন মেয়র লুডউইক।
ভয়াবহ এই ঘটনার জেরে ভিয়েনায় কঠর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়ে ছে শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং গণপরিবহন ব্যবস্থাও।