জকিগঞ্জের ওপারে কুশিয়ারায় রোববার বাংলা-ভারত জলপথ বাণিজ্যের উদ্বোধন করবেন মোদি
প্রকাশিত হয়েছে : ৯:২৯:৩৬,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০২০ | সংবাদটি ২৪৮ বার পঠিত
আবদুল কাদের তাপাদার ::
বাংলাদেশের সিলেট জেলার শেষ সীমানায় জকিগঞ্জ শহর।উজানের ভারতের বরাক থেকে নেমে আসা কুশিয়ারা নদী কুল কুল রবে বয়ে যায় জকিগঞ্জ শহর ঘেঁষে। এপারে বাংলাদেশ। ওপারে ভারত। জকিগঞ্জে রয়েছে একটা শুল্ক স্টেশন। কুশিয়ারায় নৌকা দিয়ে এপার ওপার বাণিজ্য চলে আসছে।
এই কুশিয়ারা নদীতে আগামী রোববার( ৮ নভেম্বর) স্টীমারঘাট উদ্বোধনের মাধ্যমে বাংলা – ভারত জলপথ বাণিজ্যের উদ্বোধন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের সাথে বাংলাদেশের মধ্যে ফের চালু হচ্ছে জলপথের বাণিজ্য। বাংলাদেশের জকিগঞ্জ থেকে ভারতে অসমের করিমগঞ্জ পর্যন্ত কুশিয়ারা নদীর মধ্য দিয়ে এই জলপথে নতুন করে চালু হতে যাওয়া পণ্য পরিবহনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী ৮ নভেম্বর রোববার বেলা সাড়ে দশটায় দিল্লি থেকে ভার্চুয়াল মোডে ভিডিও কনফারেন্সে রিমোর্ট টিপে নরেন্দ্র মোদি এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। করিমগঞ্জের স্টিমারঘাট কার্যালয়ে ওইদিন আয়োজিত হবে এই উদ্বোধন অনুষ্ঠান।
এই উদ্বোধনকে কেন্দ্র করে করিমগঞ্জের জেলাশাসক আম্বামুথান এমপির পৌরহিত্যে তাঁর কার্যালয়ে সোমবার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগসহ অন্যান্য সংশ্লিষ্ট সরকারি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এতে কেন্দ্র সরকারের পরামর্শে আগামী রোববার ওই অনুষ্ঠান আয়োজনের বিষয়সূচি তৈরি করার ব্যাপারে আলোচনার ভিত্তিতে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক জানিয়ে দেন, উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ সরকারের চারটি কার্গো ভেসেল সিমেন্ট নিয়ে জকিগঞ্জ থেকে করিমগঞ্জ স্টিমার ঘাটে এসে পৌঁছবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি বাংলাদেশের কাছ থেকে এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন। এরপর করিমগঞ্জ স্টিমারঘাট থেকে লাইমস্টোন বোঝাই করে কার্গো ভেসেলগুলি ফের জকিগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে।
আন্তর্জাতিক পর্যায়ের এই অনুষ্ঠানটি সফল করতে বিভিন্ন বিভাগকে এ দিন দায়িত্ব সমঝে দেন জেলাশাসক। সভায় করিমগঞ্জ জেলা উন্নয়ন কমিশনার আরকে লস্কর, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, ব্যবসায়ী সুব্রত কর, আমদানি-রফতানি সংস্থার সভাপতি অমরেশ রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
61 - 61Shares