পরিবেশ রক্ষায় পলিথিনের বিকল্প পাটের ব্যাগের উদ্যোগ নিয়েছে সরকার: বন ও পরিবেশমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৬:৫৭:৪৮,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০২০ | সংবাদটি ১১০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
পরিবেশ রক্ষায় পলিথিনের বিকল্প পাটের ব্যাগ উদ্ভাবনের উদ্যোগ নিয়েছে সরকার। এ কাজে আগ্রহী উদ্ভাবকদের সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
সমবায় দিবসে শনিবার (৭ নভেম্বর) মৌলভীবাজারারের বড়লেখা উপজেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
সমবায় সমিতি গঠনে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ মন্ত্রী বলেন, বেকারত্ব থেকে মুক্তি পেতে হলে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
পরিবেশ মন্ত্রী বলেন, তার মন্ত্রণালয় দেশে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বিভিন্ন ধরনের জনস্বার্থমূলক জলবায়ু সহিষ্ণু প্রকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে বড়লেখা পৌর এলাকায় সৌরবাতি স্থাপনে ২ কোটি টাকা এবং জুড়ী পর্যন্ত বিভিন্ন বাজার আলোকিত করার জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
আরও বলেন, উপজেলায় প্রায় ২৬ হাজার দুঃস্থ পরিবারকে বিভিন্নভাবে সহায়তা দেয়া হচ্ছে। তিনি বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী ২০৪১ সালে মধ্যে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশের তালিকায় জায়গা করে নেবে।