এসআই আকবর কানাইঘাট সীমান্তে পাকড়াও: বিজিবির হেফাজতে
প্রকাশিত হয়েছে : ২:৫৬:৩৫,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০২০ | সংবাদটি ৩১২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
চাঞ্চল্যকর ও লোমহর্ষক রায়হান হত্যা মামলার বরখাস্তকৃত সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আকবর কানাইঘাটের ধনা সীমান্ত এলাকায় খাসিয়াদের হাতে ধরা পড়েছেন।
তাকে পাকড়াও করে বাংলাদেশের বিজিবির হাতে তুলে দেয়া হয়েছে বলে জানা গেছে। তিনি এখন বিজিবির হেফাজতে রয়েছেন বলে স্হানীয় সূত্র জানিয়েছে।
ঠিক এক মাস আগে অক্টোবর মাসের ১০ তারিখ বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নিষ্ঠুরভাবে নির্যাতন চালিয়ে নগরীর আখালিয়া নেহারীপাড়ার নম্র ভদ্র যুবক রায়হানকে হত্যা করা হয়।
তাকে ছিনতাইকারী সাজিয়ে গণপিটুনির শিকার হয়ে মেরে ফেলার নাটক সাজায় পুলিশ। পরে সিসি ক্যামেরায় হত্যার আলামত পাওয়া যায়।
এ খবরে সিলেট উত্তাল হয়ে উঠে। ফাঁসির দাবি নিয়ে রাজপথে নামে মানুষ।
এসএমপির কমিশনার গোলাম কিবরিয়াকে বদলী করা হয়। নিশারুল আরিফ নয়া কমিশনার হিসেবে যোগদেন সিলেটে।