ব্রাহ্মণবাড়িয়ায় সিলেটগামী বাসের সাথে পাওয়ার টিলার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
প্রকাশিত হয়েছে : ১০:১০:২৮,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০২০ | সংবাদটি ১০২ বার পঠিত
এখন সিলেট ডেস্কঃ
ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী যাত্রীবাহী বাস ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার
বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রামের সাঈদ মিয়ার ছেলে আক্তার হোসেন (৪৫), সোলমান মিয়ার ছেলে রমজান মিয়া (৬০) ও হাবিবুল্লা মিয়ার ছেলে সুরতুল্লাহ (৩৫)। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান জানান, সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের রামপুর এলাকার যমুনা ব্রিকসের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই পাওয়ার টিলারের তিন আরোহী মৃত্যুবরণ করেন। এ ঘটনায় বাসের পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।