বড়লেখা পৌর নির্বাচনঃ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল হাফিজ ললন
প্রকাশিত হয়েছে : ১২:৪৫:০১,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২৮৬ বার পঠিত
বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে কাউন্সিল পদে মনোনয়নপত্র জমা দিলেন বর্তমান কাউন্সিলর আব্দুল হাফিজ (ললন)।
মঙ্গলবার (১লা ডিসেম্বর) দুপুর ২টায় তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন অত্র এলাকার প্রবীণ মুরব্বি শফিক আহমদ, নুর উদ্দিন, আলা উদ্দিন, খালিক উদ্দিন, আহমদ আলী, পাখি মিয়া, ও আতাই মিয়া প্রমুখ।
মনোনয়ন প্রদানকালে কাউন্সিলর আব্দুল হাফিজ ললন বলেন, বড়লেখা পৌরসভার ০৫ নং ওয়ার্ডের সমস্যাগুলোর সমাধান ও এলাকার উন্নয়নে অতীতের মতো আন্তরিকভাবে কাজ করে ওয়ার্ডকে ৯টি ওয়ার্ডের মধ্যে প্রথম মডেল ওয়ার্ড করতে তিনি ওয়ার্ডবাসীর সহযোগীতা চান। তিনি ওয়ার্ডবাসী ও ভোটারদের দোয়া কামনা করেন।
প্রসঙ্গত, প্রথম ধাপে দেশে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৩ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। এবারে বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৪৪৩ জন ভোটার রয়েছেন।