ফেসবুক হ্যাক প্রতিরোধে ‘আলমগীর হোসেন’র পরামর্শ
প্রকাশিত হয়েছে : ১১:৫৪:০০,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৬২ বার পঠিত
ফেসবুক আইডি হ্যাক প্রতিরোধে কিছু করনীয় বিষয় আছে। প্রথমত আইডির কিছু সিকিউরিটি বাড়াতে হবে। আইডিতে মেইল অ্যাড রাখতে হবে, পাসওয়ার্ড শক্তিশালী করতে হবে। ধরুন নাম অক্ষর স্যাম্বল সবমিলিয়ে একটু বড় করে পাসওয়ার্ড দিতে হবে। টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখতে হবে এবং লগিন অথোরাইজট অপশন চালু রাখতে হবে।
তাহলে কেউ অ্যাকাউন্ট লগিন করার চেষ্টা করলে নোটিফিকেশন পাওয়া যাবে এবং ব্যবস্থা নেয়া যাবে।
ট্রাস্টেট কন্টাক্ট নামের অপশনটিতে বিশ্বস্ত পাঁচজনকে সিলেক্ট করে রাখতে হবে।
এছাড়া আইডিতে ট্যাগ অপশন অফ করে রাখলেও বেটার। আপনার প্রয়োজনীয় তথ্য যেমন জন্ম তারিখ হাইড করে রাখতে পারেন। সবচেয়ে বড় যে কাজটি হলো সেটা হচ্ছে হুট করে কোন লিঙ্কে প্রবেশ করা যাবেনা।
যে কোন পাবলিক পোস্টের কমেন্টেও অনেকে ফিশিং লিঙ্ক দিয়ে ফাঁদ পাতে। অনেক সময় নারীদের নাম দিয়ে কিংবা নারীদের প্রসাধনী সংক্রান্ত বিষয় দিয়ে পেইজ খুলে গ্রুপ খুলে ফিশিং লিঙ্ক দিয়ে ফাঁদ আটে। সুতরাং সেসব ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করুন।
ধরুন আপনার বিশ্বস্ত কেউ মেসেঞ্জারে কোন লিঙ্ক পাঠালো সেটাও ভেবেচিন্তে ক্লিক করবেন। হ্যাকাররা সাধারনত বিশ্বস্ত লোক দিয়ে অনেক সময় হ্যাকের কাজ সম্পাদন করে। এই বিষয়গুলো লক্ষ্য রাখলে হ্যাক অনেকটাই এড়ানো সম্ভব।
ফেসবুকের প্রাইভেসি সেটিং এ গিয়ে আরো অন্যান্য প্রয়োজনীয় সেটিং গুলো করে নিতে পারেন। সম্ভব হলে নিজের এনআইডি কিংবা পাসপোর্টের নাম এবং জন্ম তারিখ অনুযায়ী ফেসবুকে সব তথ্য সেট করে নেয়া বেটার। মনে রাখবেন হ্যাকারদের তৈরী ফাঁদে পাঁ দেবেন না। নিরাপদ হোক সাইবার।
লেখক : আলমগীর হোসেন, পুলিশ কর্মকর্তা