হেতিমগঞ্জে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জনের প্রাণহানি
প্রকাশিত হয়েছে : ১২:১১:৪০,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৮৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জে মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৪ জন যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আরও ৩জন যাত্রী মারাত্মক আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কে এ ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতের নাম পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক মোঃ কোবাদ আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রোবাস ধাক্কা দেয়।
এতে মাইক্রোবাসের ভিতরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ৩জন যাত্রী নিহত হন। আহত হন আরো ৪জন যাত্রী। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় তাৎক্ষণিক এলাকাবাসী ৯৯৯ এ কল দিয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে কল দিলে তারা আসে ৩ জনের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় ৪ জন যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।