মোটরসাইকেল দুর্ঘটনায় বড়লেখার তরুণের মৃত্যু, আশঙ্কাজনক ১
প্রকাশিত হয়েছে : ৭:১৪:২৬,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৮৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
বিয়ানীবাজার জলঢুপ থানাবাজারে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত তরুণ এমদাদ হোসেন (১৭) ঢাকায় নেয়ার পথে মারা গেছেন। অপর আহত তার মামার অবস্থা আশংকাজনক। তার সাথে থাকা স্বজনরা মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে এমদাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিলেট থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে এম্বুলেন্সে মৃত্যুবরণ করেছেন। নিহত এমদাদের বাড়ি বড়লেখার উপজেলার বর্ণী এলাকায়। তাঁর বাবার নাম নবাব আলী।
দুর্ঘটনায় আহত অপর ব্যক্তি এমদাদের মামা উপজেলার হাটবন্দ এলাকার ফয়ছল আহমদ সাগরের (৪১) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফয়সল আহমদকেও ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার বিকালে উপজেলার জলঢুপ থানাবাজারে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে মারাত্মক আহত হন মোটরসাইকেল আরোহী মো. এমদাদ হোসেন (১৭) এবং ফয়ছল আহমদ সাগর (৪১)।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।