সিলেট বিমানবন্দর সড়কে বেপরোয়া ট্রাক- প্রাইভেট কার সংঘর্ষ, আশংকাজনক ২
প্রকাশিত হয়েছে : ৪:০০:৪৭,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৬৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিমানবন্দর সড়কের বড়শালা বাইপাস পয়েন্টে ট্রাকের মুখোমুখী সংঘর্ষে প্রাইভেট কারের চালক ও এক যুবক গুরুতর আহত হয়েছেন। এতে কারও প্রাণহানি না ঘটলেও গুরুতর আহত প্রাইভেট কার আরোহী সোহেল আহমদকে (২৭) আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার (৮ জানুয়ারি) রাত পৌনে ১২ টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার বড়শালা বাইপাস পয়েন্টে একটি প্রাইভেট কার (রেজি. নং-ঢাকা মেট্রো.-ভ-৮৬৬৬)-এর সঙ্গে একটি ট্রাক গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কার আরোহী সোহেল আহমদ (২৭) গুরুতর আহত হন।
তাকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। আহত সোহেল সিলেটের গোয়াইনঘাট উপজেলার বলিশ্বর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
এদিকে, দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হলেও ট্রাক নিয়ে চালক পালিয়ে যান। ট্রাকের ও চালকের খোঁজ করছে পুলিশ।