আম্বরখানায় আবারো ট্রাক চাপায় যুবক নিহত, মধ্যরাতে সড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ১২:৩১:০২,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০২১ | সংবাদটি ৪০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
নগরীর আম্বরখানায় বেপরোয়া ট্রাকের দৌরাত্ম কমছে না।কয়েকদিন পর পর এখানে মানুষের মৃত্যুর ঘটনা ঘটলেও দিনরাত শহরের এই গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাক চলে মানুষের উপর দিয়ে।
শনিবার আম্বরখানায় ট্রাকচাপায় আবারো এক যুবক মারা গেছেন। নিহত যুবকের নাম আতাউর রহমান কুটি (৩৬)। তিনি নগরীর খাসদবির এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি। তিনি জানান, লাশ ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।