নগরীর রাজপথে আবারও ঘাতক ট্রাক কেড়ে নিলো ২ তরুণের প্রাণ, ট্রাকে আগুন
প্রকাশিত হয়েছে : ১১:২০:১০,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২১ | সংবাদটি ১৫০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর ফাজিলচিশত এলাকায় ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে সুবিদবাজারের ফাজিলচিশত এলাকায় মোটরসাইকেল আরোহী দুই তরুণকে বেপরোয়া ট্রাক চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে কয়েকটি ট্রাক ভাঙচুর করে ও ট্রাকে আগুন লাগিয়ে দেয়।
খবর পয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
রাতে পৌনে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছে।
নিহত দুই তরুণের নাম সজিব ও লুৎফুর রহমান বলে জানা যায়। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।