শাহপরানে মা ও বোনকে কুপিয়ে হত্যা করলো ছেলে
প্রকাশিত হয়েছে : ৩:১৯:১২,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট শহরতলীর শাহপরানের খাদিমপাড়ায় সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যা করেছে এক কিশোর। তার দায়ের কুপে গুরুতর আহত হয়েছে সৎ ভাইও। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেট মহানগরের শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুদিদোকানী আফজাল হোসেন বুলবুলের স্ত্রী সুলতানা বেগম (৩০) এবং তার মেয়ে মাহা (৯)। এতে গুরুতর আহত হয়েছেন সুলতানার ছেলে তাহসান (৭)। এ ঘটনায় রুবিয়ার সৎ ছেলে আহবাব হোসেনকে আটক করেছে পুলিশ।
শাহপরান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান, বৃহস্পতিবার মধ্যরাতে আহবাব হোসেন ছুরি দিয়ে তার সৎ মা ও বোন ও ভাইকে কুপাতে থাকে।
হত্যার পর পাষণ্ড আহবাব মরদেহ দুটি বিছানায় রেখে আগুনও ধরিয়ে দেয়।
এতে ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। আর আহত অবস্থায় তার সৎ ভাই তাহসনাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।
ওসি বলেন, আমি ঘটনাস্থলে আছি। কি কারণে মা-বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানতে পারিনি।
তিনি বলেন, অভিযুক্তকে ছুরিসহ আটক করেছি। আর মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
21 - 21Shares