বিশিষ্ট পরিবেশবিদ সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক
প্রকাশিত হয়েছে : ১২:৫২:০৪,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৫১ বার পঠিত
বিশিষ্ট কলামিস্ট ও পরিবেশবাদী ব্যক্তিত্ব সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় পরিবেশ মন্ত্রী জানান, পরিবেশ সহ দেশের বিভিন্ন জাতীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তাঁর অসামান্য কর্মের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। বিজ্ঞপ্তি
43 - 43Shares