মৃত্যুর কাছে হার মানলেন গ্যাস বিস্ফোরণে দগ্ধ ওয়াহিদ নাজির
প্রকাশিত হয়েছে : ৩:৪১:০৪,অপরাহ্ন ০৩ মার্চ ২০২১ | সংবাদটি ৪৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট শহরতলীর মিরাপাড়ায় গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়ার দু’দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মিরাপাড়ার আব্দুল ওয়াহিদ নাজির (৩৭)।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। তিনি ওই এলাকার মরহুম আব্দুল হান্নানের প্রথম পুত্র।
এদিকে, অগ্নিদগ্ধ হয়ে যারা যাওয়া মিরাপাড়া ওয়েলফেয়ার সোসাইটির ক্রীড়া সম্পাদক আব্দুল ওয়াহিদ নাজিরের জানাজার নামাজ গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মিরাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি গর্ভধারিণী মা, স্ত্রী, অবুঝ একটি শিশুপুত্র, ৫ ভাই, ৩ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্র জানায়, গত রোববার ভোরে মিরাপাড়ার নিজ বাসার বাথরুমে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ হন আব্দুল ওয়াহিদ নাজির। সাথে সাথে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে, সমাজসেবী আব্দুল ওয়াহিদ নাজিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
16 - 16Shares