নিজ জেলায় ৪ দিনের সফরে আসছেন পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১২:৩৪:০১,অপরাহ্ন ০৪ মার্চ ২০২১ | সংবাদটি ৪০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি চারদিনের সফরে বৃহস্পতিবার (৪মার্চ) বিমানযোগে সিলেট অবতরণ করবেন। তিনি চারদিনে বড়লেখা, জুড়ী ও মৌলভীবাজার জেলা শহরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। বিকেল ৫ টায় মন্ত্রী মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাস ভবনে উপস্থিত হয়ে সেখানে রাত্রিযাপন করবেন।
পরদিন শুক্রবার দুপুরে বড়লেখা উপজেলায় নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন করেবেন এবং বিকাল ৫টায় স্বেচ্ছাসেবক লীগের বড়লেখা উপজেলা শাখার সম্মেলনে যোগদান করবেন।
মন্ত্রীর শনিবারের কর্মসূচির মধ্যে রয়েছে, দুপুর সাড়ে ১২টায় বড়লেখা থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা এবং বিকাল ৩টায় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস সুরমা জোন এর কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনে যোগদান।
রোববার সকাল ৯টায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ৭ই মার্চ উপলক্ষে বড়লেখা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জয় বাংলা সাইকেল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণে যোগদান করবেন।
এরপর সকাল সাড়ে ১১টায় জুড়ী উপজেলার পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট ভবনের ১ম ও ২য় তলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান। দুপুর ২টায় মো. শাহাবুদ্দিন এমপি প্রাইজমানি ও কাপ এন্ড কাপ ক্রিকেট লীগ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও জুড়ী উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধমিক বিদ্যালয়ে ব্যান্ড সেট বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন।
মন্ত্রীর সোমবারের কর্মসূচির মধ্যে রয়েছে, কোয়াব বড়লেখা আয়োজিত বড়লেখা ক্রিকেট লীগের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান। ওইদিনই মন্ত্রী বিকেল সাড়ে ৪ টায় বিমানযোগে সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
34 - 34Shares