মসজিদ নির্মাণে বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র আর্থিক অনুদান প্রদান
প্রকাশিত হয়েছে : ৩:৫৩:১১,অপরাহ্ন ০৬ মার্চ ২০২১ | সংবাদটি ৭৬ বার পঠিত
আবদুল কাদের তাপাদারঃ
নানাবিধ মানবিক সহায়তা উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে মৌলভীবাজারের বড়লেখা উপজেলাকে আলোকিত করে তুলছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা বড়লেখা ফাউন্ডেশন ইউকে।
বড়লেখা ফাউন্ডেশন ইউকে ও কানাডার পক্ষ থেকে ২য় ধাপে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের প্রাচীন জনপদ মোহাম্মদ নগর বায়তুল জান্নাত মসজিদে নগদ ১ লক্ষ ৩২ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
নির্মাণাধীন মোহাম্মদনগর বায়তুল জান্নাত মসজিদের জমিতে অনুদান হস্তান্তর অনুষ্ঠান ৫ মার্চ শুক্রবার জুমার নামাজের পরই অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মন্নানের সভাপতিত্ত্বে ও বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সমন্বয়ক শামীম আহমেদ মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলাকার খ্যাতিমান সাংবাদিক, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ও বড়লেখা সমিতি সিলেটের কোষাধ্যক্ষ আবদুল কাদের তাপাদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র শুভাকাঙ্খী ও বড়লেখা সমিতি সিলেটর উপদেষ্ঠা এ আর শাহীন, প্রভাষক এম এ হাসান, ব্যবসায়ী সোহেল ওসমান গনি, বাংলা টিভি ও মানবজমিন বড়লেখা উপজেলা প্রতিনিধি মো: রুয়েল কামাল, সাংবাদিক আতাউর রহমান, ইউপি সদস্য বেলাল আহমদ, সাবেক ইউপি সদস্য আবুল কালাম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ভূমি দাতা শাহেদ হোসেন, সমাজ সেবক কামাল আহমদসহ অতিথি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরে অতিথিবৃন্দ মসজিদ পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় বক্তাগন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকান্ডের ভূঁয়সী প্রশংসা করেন এবং তাদের এসকল কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন।
এদিকে গত শনিবার বড়লেখা সদর ইউনিয়নের ছিগামহল আল আযহার দারুল কোরআন মাদ্রাসার উন্নয়নে বড়লেখা ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ লাখ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকাবাসীর আয়োজনে বিরাট অনুষ্ঠানে চেক হস্তান্তর করেন এলাকার কৃতিমান সাংবাদিক ও লেখক সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার।
বড়লেখা ফাউন্ডেশন ইউকে, ইউএসএ ও কানাডার পক্ষ থেকে এলাকায় গৃহহীনদের ঘর নির্মাণ, কন্যাদায়গ্রস্তদের বিয়ে অনুষ্ঠান করে দেয়া, গরীব দুস্থদের নানাভাবে আর্থিক সহায়তাসহ চিকিৎসা ও হুইল চেয়ার বিতরণের মাধ্যমে মানবিক উন্নয়ন চিকিৎসা ও এলাকার নানাবিধ কর্মসূচী বাস্তবায়ন করে ইতোমধ্যে এই দাতব্য সংস্থা এলাকায় সুপরিচিত ও প্রসংশিত হয়ে হয়ে উঠেছে।
তাদের এই মানবিক উন্নয়ন কর্মকান্ড দিন দিন আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক এমন আশাবাদ ব্যক্ত করেছেন বড়লেখার আপামর জনসাধারণ।
100 - 100Shares